বিদেশে ক্রেডিট কার্ড (Credit Cards) ব্যবহার করলে কাটা হবে না অতিরিক্ত কর, জানিয়ে দিল দেশের অর্থমন্ত্রক। আগের একটি ঘোষণায় অনুমান করা হয়েছিল, পয়লা জুলাই থেকে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা আরও ব্য্যবহুল হতে চলেছে।
খরচের পরিমাণ ৭ লক্ষ টাকা পেরিয়ে গেলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ৫ শতাংশের পরিবর্তে অতিরিক্ত ২০ শতাংশ অর্থ কাটার নিয়মও ১ জুলাই-এর পরিবর্তে চালু হচ্ছে পয়লা অক্টোবর থেকে। বিদেশ ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ, হোটেল ইত্যাদি বুকিংয়ের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। ভারতীয় এজেন্সির মাধ্যমে বুক করলেও এই নিয়ম প্রযোজ্য থাকবে।
ডেবিট কার্ড/ফরেক্স কার্ডের মতো, ক্রেডিট কার্ডকে লিবারলাইজড রেমিট্যান্স স্কিমের (LRS) আওতায় আনা হচ্ছে না বলে জানিয়ে দিল কেন্দ্র।