রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে মদ (Liquor) কেনার দিন শেষ হতে চলেছে কলকাতাবাসীর (Kolkata) । সব ঠিক থাকলে, হয়তো কিছুদিন পর থেকেই ঝাঁ চকচকে শপিং মলে (Liquor Shopping Mall) এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে নিজের পছন্দ অনুযায়ী মদ কিনতে পারবেন সুরাপ্রেমীরা । শুধু মদ, কেনা নয়, ওই শপিং মলে সুরাপানের ব্যবস্থাও থাকবে । জানা গিয়েছে,খাস কলকাতার এজেসি বোস রোডের (AJC Bose Road) উপরে হতে পারে পূর্বভারতের প্রথম মদের শপিংমল ।
শপিং মলে মদের আলাদা কোনও ডিপার্টমেন্টাল স্টোর নয়, এবার একটা গোটা শপিংমলেই বিক্রি হবে বিভিন্ন ব্র্যান্ডের মদ । একই ছাদের তলায় মিলবে ভিন্ন দেশের ব্র্যান্ডের মদ । শপিংমল ঘুরে পছন্দসই ব্র্যান্ডের মদ কেনার সুযোগ পাবেন সুরাপ্রেমীরা । ইচ্ছে হলে মনোরম পরিবেশে মলে বসে সুরাপান করা যাবে । জানা গিয়েছে, এই এক্সক্লুসিভ শপিং মল খোলার প্রস্তুতি শুরু করেছে একটি বেসরকারি সংস্থা ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র মদের শপিং মল করার জন্য ছাড়পত্র দিতে সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে । গেজেট নোটিফিকেশনও করা হয়েছে । তবে মদ বিক্রির ক্ষেত্রে এখনও যে সমস্ত বিধিনিষেধ লাগু রয়েছে, তা শপিং মলেও বজায় থাকবে ।
আবগারি দফতরের আধিকারিকদের দাবি, দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও এরকম একটি মদের শপিং মল রয়েছে । সুরাপ্রেমীদের পাশাপাশি সেই মল দেখতে ভিড় জমান পর্যটকরাও । এবার কলকাতাতেও তৈরি হতে চলেছে ঠিক একইরকম ঝা চকচকে সুরার শপিং মল ।