ভাল ফোন (Phone) কেনার পরিকল্পনা রয়েছে ? আবার বাজেটও কম ? আপনার মনের ইচ্ছা পূরণ করতে দারুণ অফার নিয়ে এসেছে ফ্লিপকার্ট (Flipkart Offer) । স্যামসাং-এর (Samsung) অন্যতম জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন হল Galaxy S21 FE। দাম প্রায় ৭৫ হাজার । কিন্তু, এবার সেই ফোন আপনারা পেয়ে যাবেন প্রায় অর্ধেক দামে ।
ফ্লিপকার্টে Galaxy S21 FE-এর উপর ৪৬ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে । অর্থাৎ ৭৪,৯৯৯ টাকার ফোন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ৩৯,৯৯৯ টাকায় । স্যামসাং-এর ওই ফোনের উপর আপনি পেয়ে যাচ্ছেন প্রায় ৩৫ হাজার টাকার ছাড় । এছাড়াও আরও কয়েকটি অফার দিচ্ছে ফ্লিপকার্ট । তার মধ্যে রয়েছে এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার ইত্যাদি । এর ফলে আরও সাশ্রয় করতে পারেন আপনি ।
আরও পড়ুন, Bank Holiday in August : অগাস্টে ১৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, কবে কবে ছুটি, দেখে নিন একনজরে
আপনার পুরনো ফোনটা বদলে যদি Samsung Galaxy S21 FE ফোন নিতে চান, তাহলে পেয়ে যাবেন ৩৬,৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেয়ে যেতে পারেন । তবে, ফোনের পরিস্থিতি কেমন আছে, তার উপরই নির্ভর করবে ছাড়ের অঙ্ক ।
যারা স্যামসাং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাদের জন্য ১০ শতাংশ ক্যাশব্যাক । ফ্লিপকার্ট Axis Bank কার্ড ব্যবহার করে কেনাকাটার জন্য অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে ।
৬.৪ ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে । যাতে AMOLED প্যানেল রয়েছে ।
প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 12MP এবং সেকেন্ডারি হিসেবে একটি 8MP ক্যামেরা রয়েছে । সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা ।
শক্তিশালী 4,500mAh ব্যাটারি । যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।