ফের বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম। এমনটাই ইঙ্গিত বিভিন্ন ভোগ্যপণ্য অর্থাৎ FMGC সংস্থার। যার ফলে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তদের বিভিন্ন সামগ্রী কিনতে পকেটে টান পড়ার সম্ভাবনা রয়েছে। তবে মূল্যবৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।
কী কারণে মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে?
বিভিন্ন FMGC সংস্থার দাবি, সেপ্টেম্বর ত্রৈমাসিকে তাদের আয়ের পরিমাণ অনেকটাই কমেছে। সেই কারণে মূল্যবৃদ্ধির পথে হাঁটতে হতে পারে তাদের। যদিও কত শতাংশ হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে সেই বিষয়ে জানানো হয়নি।
আয়ের পরিমাণ কমার কারণ কী?
সংস্থাগুলির দাবি, কাঁচামালের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জোগানেও সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিভিন্ন কারণে ক্রেতার সংখ্যা কমেছে। যার ফলে সামগ্রী বিক্রি করে যে পরিমাণ আয় হওয়ার কথা সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
গডরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড, ম্যারিকো, ITC এবং টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড-এর মতো সংস্থাগুলি মূলত শহরাঞ্চলের ক্রেতাদের উপরই বেশি নির্ভর করে থাকে। ওই সংস্থাগুলির মোট বিক্রিত পণ্যের মধ্যে ৬৫ থেকে ৬৮ শতাংশ পণ্য শহরাঞ্চলে বিক্রি হয়। সেই হিসেবে, সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিক্রি এক ধাক্কায় অনেকটা কমেছে বলে দাবি সংস্থাগুলির।
এবিষয়ে গডরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুধীর সীতাপতি জানিয়েছেন, সাময়িকভাবে সংস্থার লভ্যাংশ উপার্জনে বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। এর থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে মূল্যবৃদ্ধির পথেই হাঁটতে হচ্ছে তাদের।
সেই তুলনায় গ্রামীণ এলাকায় বিক্রি বাড়িয়েছে সংস্থাগুলি। একাধিক সংস্থার তরফে জানানো হয়েছে, শহরাঞ্চলে বিক্রি কমলেও গ্রামীণ অঞ্চলে FMGC পণ্যের বিক্রি বেড়েছে অনেকটাই।
কী কারণে FMGC-র বিক্রিতে হ্রাস?
সেপ্টেম্বর ত্রৈমাসিকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, সবজি সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম অনেকটাই বৃদ্ধি পাওয়ার ফলে খরচও বেড়েছিল। সেই তুলনায় বেতনের পরিমাণ বাড়েনি। যার প্রভাব পড়েছে FMGC প্রডাক্টে।
ডাবর ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং শহরাঞ্চলের চাহিদা হ্রাস পাওয়ার জন্য সংস্থাগুলির লাভ কমেছে। আর সেইকারণে লভ্যাংশ বৃদ্ধি করতে দাম বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে।
ন্যসলে ইন্ডিয়ার চেয়ারম্যান সুরেশ নারায়ণ এই প্রসঙ্গে জানিয়েছেন, টিয়ার ১ এবং রুরাল এড়িয়ার মার্কেট স্টেবল বা স্থায়ী রয়েছে। সমস্যা তৈরি হয়েছে মেগাসিটিগুলিতে। বড় শহরগুলিতে এক ধাক্কায় বিক্রি কমেছে।
প্রতিটি FMGC সংস্থার আধিকারিকদের বক্তব্য, চাহিদার মন্থরতা খুবই স্পষ্ট। বিগত দুটি ত্রৈমাসিকে আগেও খাদ্য ও পানীয়র ব্যবসা বৃদ্ধি হার ছিল দুই অঙ্কে। কিন্তু সেই বৃদ্ধির হার এখন কমে নেমে এসেছে ১.৫ থেকে ২ শতাংশে।
FMGC প্রোডাক্ট কী?
FMGC-র অর্থ ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ব্যবসায়িক পরিভাষায়, যে সব পণ্য অতি দ্রুত বিক্রি হয় এবং তুলনায় দামেও কম হয় সেই পণ্যগুলিকে FMGC বলা হয়।
কোন কোন পণ্যগুলি FMGC-র মধ্যে পড়বে?
প্যাকেটজাত খাদ্যদ্রব্য, পানীয়, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, বাড়ির বিভিন্ন কাজের সামগ্রী এবং ক্লিনিং আইটেম FMGC-র মধ্যে পড়ে।