এবার বাড়িভাড়া নিলে দিতে হবে জিএসটি। ১৮ শতাংশ পণ্য পরিষেবা কর বসবে বাড়িভাড়ার উপর। সংশোধিত জিএসটির নিয়ম অনুযায়ী, এই টাকা কাটবে সরকার।
কবে থেকে এই নিয়ম জারি হচ্ছে!
সরকার জানিয়েছে ১৮ জুলাই থেকে এই নতুন GST-এর নিয়ম জারি হয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির যদি GST অ্যাকাউন্ট থাকে, তা হলে আবাসনের সম্পত্তির ভাড়া বাবদ ১৮ শতাংশ পণ্য পরিষেবা কর দিতে হবে।
আগে কী নিয়ম ছিল?
আরও পড়ুন: শুক্র -শনি রাজ্যজুড়ে TMC-র প্রতিবাদ কর্মসূচী, বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুধু বাণিজ্যিক সম্পত্তি, অর্থাৎ অফিস বা রিটেইল স্পেস ভাড়া বা ইজারা নিতে গেলে বাড়িভাড়ার জন্য GST দিতে হত। কর্পোরেট হাউজ বা কোনও ব্যক্তির আবাসিক সম্পত্তি ভাড়া বা ইজারা নিলে কোনও GST ছিল না।
নতুন নিয়মে কী বলা হয়েছে
নতুন নিয়ম অনুসারে, জানানো হয়েছে, একমাত্র যারা জিএসটি দেন, তাদের জন্যই বাড়িভাড়াতে জিএসটি বসবে। আপনি যদি অফিসে কাজ করেন, আর বাড়িভাড়া নেন, তাহলে বাড়িভাড়ায় জিএসটি লাগবে না। আপনি যদি ব্যবসা করেন, আর সেই ব্যবসায় জিএসটি লাগে, তাহলে বাড়িভাড়ার ক্ষেত্রেও জিএসটি দিতে হবে।