বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এক মাস আগেও গৌতম আদানি (Goutam Adani) ছিলেন তিন নম্বরে, তারপর থেকে ক্রমশ নিম্নমুখী আদানি গোষ্ঠীর সম্পত্তি। ভারতীয় ধনকুবেরের স্থান এখন সারা বিশ্বে ৩৮।
গত একমাসে তাঁর সংস্থা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। মার্কিন সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’- (Hindenburg Research)-এর প্রকাশিত রিপোর্টের পর থেকেই বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। তাঁদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে। বলা হয়েছে, কৃত্রিম ভাবে আদানি গোষ্ঠী শেয়ার বাজারে নিজেদের দর বাড়িয়েছে।
Hrithik-Saba: বিমানবন্দরে ঠোঁটে ঠোঁট, সাবাকে 'গুডবাই কিস' ঋত্বিকের
২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার আগে আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল ১১৯ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে।
রিপোর্ট প্রকাশ্যে আসার পর হু হু করে কমে গিয়েছে আদানিদের শেয়ারের দাম। হিন্ডেনবার্গের রিপোর্টকে ভিত্তিহীন দাবি করে ৪১৩ পৃষ্ঠার একটি জবাবও দিয়েছেন আদানিরা।