২০২২-এ টাইমসের (Time 100) বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন গৌতম আদানি (Gautam Adani) । এই তালিকাতেই রয়েছেন অ্যাপেল সিইও টিম কুক ও অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসির মতো প্রভাবাশালী ব্যক্তির নাম । এবার তাদের পাশেই জায়গা করে নিলেন গৌতম আদানি ।
আদানি এখন বিশ্বের ষষ্ঠতম ধনী ব্যক্তি । তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার । মুকেশ আম্বানিকেও (Mukesh Ambani) তিনি টপকে গিয়েছেন । কারণ, আদানি ২৯ বিলিয়ন ডলারের বেশি লাভ করেছেন, যা বিলিনিয়রদের মধ্যে সবচেয়ে বেশি । তাঁর বিস্তার সমুদ্র থেকে আকাশ, তাঁর কোম্পানির সিমেন্ট থেকে বিভিন্ন ভোগ্যপণ্য...বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিস্তার ।
টাইম লিখেছে, আদানি 'অর্থনীতি বৃদ্ধির পোস্টার বয়' । সেইসঙ্গ বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নিয়েছেন নরেন্দ্র মোদী, তাতে আদানির উত্থান হয়তো সবে শুরু হয়েছে।