মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও-কে (Jio) টেক্কা দেবেন গৌতম আদানি (Gautam Adani)? সূত্রের খবর ভারতে অন্যতম বড় এই শিল্পপতি শীঘ্রই টেলিকম ব্যবসায় নামতে চলেছেন।
দেশে 5G পরিষেবার জন্য আগামী ২৬ জুলাই কেন্দ্রীয় সরকারের তরফে টেলিকম স্পেকট্রাম নিলাম হবে। সূত্রের খবর সেই নিলামে অংশ নিতে ইতিমধ্যে আবেদেন করেছে আদানি গ্রুপ। অন্য যে সংস্থাগুলি নিলামে অংশ নিতে আবেদন করেছে সেগুলি হল জিও, এয়ারটেল ও ভোডাফোন। সুত্রের খবর সম্প্রতি আদানি গ্রুপ ন্যাশনাল লং ডিসট্যান্স (NLD) এবং ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স কলের (ILD) জন্য লাইসেন্সও পেয়েছে। তবে আদানি গ্রুপের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, আদানি গ্রুপ যদি দেশে টেলিকম ব্যবসায় নামে তবে আগামীতে মুকেশ আম্বানির জিও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে।
উল্লেখ্য, গত মাসে কেন্দ্রীয় সরকার দেশে 5G পরিষেবার জন্য স্পেকট্রাম নিলামের সিদ্ধান্ত নিয়েছে। স্পেকট্রামগুলির মোট দাম ধার্য হয়েছে ৪৩ লক্ষ কোটি টাকা। যে সমস্ত সংস্থা এই স্পেকট্রাম কিনবে তাঁরা আগামী ২০ বছর সেই স্পেকট্রাম ব্য়বহার করে গ্রাহককে পরিষেবা দিতে পারবে।