ফের এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় শীর্ষে গৌতম আদানি। ফের মুকেশ আম্বানিকে পেরিয়ে গেলেন তিনি। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় আদানি। তাঁর সম্পদের মোট পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে ১১তম স্থানে উঠলেন গৌতম আদানি। মুকেশ আম্বানির মোট পরিমাণ ১০৯ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ১২তম ধনী ব্যক্তির তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
ব্লুমবার্গের রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত শুক্রবার আদানির আয় হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। ২০২৪ সালে সর্বাধিক উপার্জনকারী আদানি।
২০২৩ সাল আদানি গ্রুপের ভাল যায়নি। হিন্ডেনবার্গের রিপোর্টর পর এশিয়ার শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে নেমে যায় এই গ্রুপ। প্রায় ১৬ মাস পর ফের এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।