২৭ বছর কেটে গেছে! তারপরেও এমন জাদু! বলছি শাহরুখ-কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির কথা। কিং খানের ৫৭ বছরের জন্মদিনে দেশের বেশ কয়েকটি শহরে ডিডিএলজে-র স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছিল পিভিআর সিনেমাহল। কী মনে হয়? প্রায় তিন দশক পার করে ফেলা একটা সিনেমা দর্শক টিকিট কেটে হলে গিয়ে দেখল?
হল কর্তৃপক্ষ আগেই আঁচ করেছিল, প্রতিটি শো হাউজফুল ছিল, শুধু তাই নয়, এই প্রজন্মও বড় পর্দায় শাহরুখ-কাজলের রসায়ন দেখতে ছিল সমান আগ্রহী। একটি শো-তে তো দর্শকদের আসনে বসিয়ে রাখা যায়নি! ছবির গানের সঙ্গে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে নাচল এই প্রজন্ম! সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দিল্লি, মুম্বই, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লখনউ, পুনে এবং সুরাটে ২ নভেম্বর দেখানো হল DDLJ। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময়ে। সেই নস্ট্যালজিয়াই বাদশাহের জন্মদিনে শাহরুখভক্তদের উপহার দিল পিভিআর।
মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে অবশ্য গত ২৭ বছর ধরে একটানা চলছে এই আইকনিক ছবিটি।