কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme) বা এনপিএস প্রবীণ নাগরিকদের নিরাপদ, ঝুঁকিবিহীন বিনিয়োগের পাশাপাশি ভালো রিটার্নের সুবিধা দিয়ে থাকে। এই প্রকল্পে বিনিয়োগ করলে নিরাপদ এবং নিয়ন্ত্রিত রিটার্নের মাধ্যমে আর্থিক দিক থেকে চিন্তামুক্ত অবসর জীবন যাপন সম্ভব।
এনপিএস—এ কোনও ব্যক্তি নিজের সুবিধামতো বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্প দীর্ঘমেয়াদি ভিত্তিতে ধারাবাহিক বিনিয়োগের সুযোগ দেয়। যদি বিনিয়োগকারীরা মেয়াদ পূরণের ৪০%-এর আর্থিক মূল্যের অ্যানুইটির সুবিধা নেন তাহলে মেয়াদ শেষে ৬০% পর্যন্ত টাকা তোলার সুবিধা পাবেন। এই ক্ষেত্রে মেয়াদ শেষে বিনিয়োগ থেকে যেমন কোনও ব্যক্তি একটি বড় অঙ্ক পাবেন, তেমনই একইসঙ্গে মাসিক ধারাবাহিক আয় করতে সক্ষম হবেন।
এনপিএস-এ মাসিক ১০ হাজার টাকা করে ৩০ বছর ধরে বিনিয়োগ সম্ভব। ৩0 বছরের জন্য ৬০:৪০ ইকুইটি ও ঋণ অনুপাতে মাসিক ১০ হাজার টাকার বিনিয়োগের মাধ্যমে মেয়াদ শেষে ১,৩৬,৭৫,৯৫২ টাকা পাওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে মাসিক পেনশনের পরিমাণ হবে ৪৫,৫৮৭ টাকা।
যদি বিনিয়োগকারী ২৫ বছরে ১,৩৬,৭৫,৯৫২ টাকা, পরিকল্পনামাফিক তোলার পন্থা (systematic withdrawal plan) অবলম্বন করেন, তা হলে প্রতি মাসে তিনি আরও ১.০৩ লাখ টাকা করে পেনশন পাবেন।
উল্লেখ্য, এনপিএস প্রকল্পটি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (PFRDA) অধীনে কাজ করে। সম্প্রতি এই প্রকল্পে যোগদান ও প্রকল্প থেকে বের হওয়ার বয়সে পরিবর্তন করা হয়েছে। এই বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হয়েছে।