রবিবাসরীয় স্বস্তি। সপ্তাহের শেষ দিনে অপরিবর্তিত রইল সোনা-রুপোর বাজার দর। সামনেই উৎসবের মরশুম। তার আগেই রবিবার অনেকেই সোনা-রুপো কিনবেন ভাবেন। ফলে সপ্তাহের শেষ দিনে সোনা-রুপোর বাজার দর অপরিবর্তিত থাকায় খুব স্বাভাবিক ভাবে মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।
এক নজরে কলকাতার বাজারে সোনা-রুপোর অপরিবর্তিত দর
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৪৯৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৯, ৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫৯৯৫ টাকা
আরও পড়ুন - রুপোয় স্বস্তি, হাত পুড়ছে সোনার বাজার দরে
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৯,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের অপরিবর্তিত বাজার দর ৭৫,৫০০ টাকা।