কিছুতেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না৷ পরপর কদিন দাম আয়ত্তের মধ্যে থাকলেও লক্ষ্মীবারে ফের বাড়ল সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম যাচ্ছে ৫২,৯০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৭১০ টাকা।
BJP West Bengal: 'শত্রুর শত্রু, আমার মিত্র', পঞ্চায়েতের আগে শাসকবিরোধী ক্ষোভকে কাজে লাগাবে বিজেপি
তবে সোনার দাম আগুন হলেও রুপোয় খানিক স্বস্তি লক্ষ্মীবারে। এদিন রুপোর দাম কমেছে ৫০ টাকা। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭১,৩৫০ টাকা। সপ্তাহের শুরুতেই দাম বেড়েছিল হলুদ ধাতুর। বুধবার অপরিবর্তিত ছিল দাম। কিন্তু লক্ষ্মীবারে ফের চড়ল দাম। চিন্তায় মধ্যবিত্তরা।