লক্ষ্মীবারে আরও সস্তা সোনা। দোলপূর্ণিমার দিন থেকে এই নিয়ে পরপর তিনদিন কলকাতার বাজারে সোনার দাম কমল। শুধু সোনা নয় হোলির মরশুমে সস্তা হয়েছে রুপোর বাজার দরও।
বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনারও দাম কমেছে ১০০ টাকা। কিলো প্রতি রুপোর (Silver Price) বাটেরও দাম কমেছে ১০০ টাকা।
আরও পড়ুন - চাকরি গেল প্রেসিডেন্টের, কারণ না দেখিয়েই ছাঁটাই জুমের
ফলে, বৃহস্পতিবার কলকাতার বাজারে ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম রয়েছে ৫,০৯০ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫০,৯০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার (Gold) দাম ৫,৫৫৩ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৫,৫৩০ টাকা। ১ কেজি রুপোর (Silver) বাটের দাম ৬৫ হাজার ৪৫০ টাকা।