সপ্তাহের শুরুতেই মুখে হাসি ক্রেতাদের। সোমবার বাজার খুলতেই স্বস্তি। গত কয়েকদিন ধরেই দাম বাড়ছিল সোনার (Gold Price)। ফলে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। কিন্তু সোমবার সোনার দাম দেখে কার্যত খুশি ক্রেতারা। কমেছে রুপোর (Silver Price) দরও।
সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।
আরও পড়ুন - পেটিএমের সঙ্গে ব্লক ডিল, সব শেয়ার বিক্রি করে ভারতকে বিদায় আলিবাবার
সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ৫০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭২৩ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ২৩০ টাকা। ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ৭০ হাজার টাকা।