সপ্তাহের প্রথম দিনেই আরও সস্তা সোনা (Gol Price)। বেশ কয়েকদিন ধরেই পর পর সোনার দাম কমছে। সোমবার বাজার খুলতেই ফের স্বস্তি। কলকাতায় আরও সস্তা হল সোনা-রুপো (Gold-Silver)।
সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট গহনা সোনার দাম কমেছে ১৬০ টাকা। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৭০০ টাকা।
ফলে, নতুন বাজার দর অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫,১৩৫ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫১ হাজার ৩৫০ টাকা।
আরও পড়ুন - আইফোন ১৪ কিনবেন কম দামে ? বড় অফার মিলবে এই অনলাইন শপিং সাইটে
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম যাচ্ছে ৫,৬০২ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৬,০২০ টাকা। কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৬৬,৮০০ টাকা।