স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গে দাম কমেছে সোনারও। পরপর দুদিন দাম বাড়ার পর বৃহস্পতিবার অপরিবর্তিত ছিল সোনার দাম। বৈশাখে মানেই বিয়ের মরসুম। তাই শুক্রবারই ঘরে তুলে রাখতে পারেন সোনা। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা , অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ২২০ টাকা।
Gold Price Today: লক্ষ্মীবারে স্বস্তি! কলকাতায় সোনা-রুপোর নতুন দাম জানেন?
এর ভিত্তিতেই শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার নতুন দাম যাচ্ছে ৫৫,৭৫০ টাকা। পাশাপাশি, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার নতুন দাম যাচ্ছে ৬০,৮২০ টাকা। রুপোর দাম আয়ত্তে। কেজিতে ৩০০ টাকা কমেছে রুপোর দাম। যার ভিত্তিতে ১ কেজি রুপোর নতুন দাম যাচ্ছে ৭৬,২০০ টাকা।