লক্ষ্মীবারে কিছুটা স্বস্তি ফিরল সোনা-রুপোর বাজারে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কেজি প্রতি ৩৫০ টাকা কমেছে। ২৪ ক্যারেট সোনার দাম পড়েছে ৩৮০ টাকা। অন্যদিকে, ১ কেজি রুপোর দাম কমেছে ৬০০ টাকা। বৃহস্পতিবার রুপোর বাজার দর যাচ্ছে ৭৬, ৪৯০ টাকা। সামনেই বিয়ের মরশুম, তার আগে কিছুটা হলেও স্বস্তি ফিরল মধ্যবিত্তদের।
কিছুদিন ধরে টানা মূল্যবৃদ্ধির জেরে বেচাকেনা প্রায় শিকেয় উঠেছিল বলেই খবর। খুচরো দোকান থেকে উধাও সোনা। বড় বড় দোকানগুলিতেও ক্রেতার দেখা মিলছিল না। এই পরিস্থিতির জন্য বিশ্ববাজারের সোনার দাম বাড়াকেই দায়ী করছিলেন ব্যবসায়ীরা।