কমার নাম করছে না সোনার দাম। রোজই বাড়ছে হলুদ ধাতুর দর। সপ্তাহ শেষেও মিলল না স্বস্তি৷ শনিবার লাফিয়ে অনেকটা বেড়েছে সোনার দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৫০০ টাকা, পাশাপাশি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছে ১৬৩০ টাকা। রুপোর দামও আগুন। ১ কেজি রুপোর বাটের দাম বেড়েছে ২,৩০০ টাকা।
শনিবার ২২ ক্যারেট হলমার্ক ১০ গ্রাম সোনার নতুন দাম ৫৫,৩০০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ৬০,৩২০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭২,১০০ টাকা। শনিবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সোনা রুপোর দাম। তিনদিনে ২৪৫০ টাকা বেড়েছে সোনার দাম।