সপ্তাহ শেষে ফের সোনা-রুপোর দামে অস্বস্তি। শুক্রবার কলকাতার বাজার খুলতেই লাফিয়ে দাম বাড়ল সোনার। এদিন বেড়েছে রুপোর বাজার দরও।
গুড রিটার্নসের তথ্য বলছে, শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৬০ টাকা। অন্যদিকে, কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ১ হাজার ১০০ টাকা। যার জেরে রীতিমতো দুশ্চিন্তায় ক্রেতারা।
আরও পড়ুন - ওড়িশার ট্রেন দুর্ঘটনাগ্রস্তরা দ্রুত বিমার টাকা পাবেন, ঘোষণা LIC-র
শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৫,৫৬০ টাকা । ১০ গ্রাম ২২ ক্যারেটের নতুন দাম যাচ্ছে ৫৫ হাজার ৬০০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের নতুন দাম ৬০,৬৮০ টাকা । এদিন, কলকাতায়, ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৪ হাজার ৫০০ টাকা ।