সপ্তাহান্তে ফের বাড়ল সোনার দাম। শনিবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৮২০ টাকা। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। শনিবার ১ কেজি রুপোর বাটের দাম কমেছে ২০০ টাকা।
শনিবার০ কলকাতার বাজারে ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম রয়েছে ৫,২১৫ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫২,১৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার (Gold) দাম ৫,৬৪৯ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৮৯০ টাকা। ১ কেজি রুপোর (Silver) বাটের দাম বেড়ে হয়েছে ৬৫ হাজার ৭০০ টাকা।
আরও পড়ুন - ডিম্যাট অ্যাকাউন্টের জন্য নমিনির নাম নথিভুক্ত করার শেষ তারিখ ৩১ মার্চ, জানিয়ে দিল সেবি
মার্চের শুরু থেকেই মহার্ঘ্য সোনা। মাঝে হোলির মরশুমে পর পর বেশ কয়েকদিন দাম কমেছিল সোনার। ফলে হাসি ফুটেছিল মধ্যবিত্তের মুখে। কিন্তু সপ্তাহের শেষে ফের সোনার বাড়তেই মাথায় হাত ক্রেতাদের।