এখন ভরপুর বিয়ের মরসুম চলছে। কিন্তু আজ যদি সোনা কেনার প্ল্যান থাকে, তার আগে একটি বার দেখে যান আজকের সোনা রুপোর দর।
শনিবার কিন্তু লাফিয়ে বেড়েছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে, ৫৮,৪৫০ টাকা।
অন্যদিকে, শনিবার ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ও বেড়েছে ৮১০ টাকা। এই পরিমাণ সোনার নতুন দাম ৬৩,৭৬০ টাকা।
RBI 2000 Note: এখনও অবৈধ নয় ২০০০ টাকার নোট, কী কারণ, জানাল আরবিআই
এদিন রুপোর দামও কার্যত আগুন , এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ১০০০ টাকা। অর্থাৎ এই পরিমাণ রুপোর আজকের দর ৮০,৫০০ টাকা।