শুক্রবার বাজার খুলতেই মধ্যবিত্তের কপালে হাত, এদিন বেশ খানিকটা বেড়েছে সোনার দাম।
এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে মোট ৩০০ টাকা। যার নিরিখে শুক্রবার ১০ গ্রাম সোনার নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৬০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছে ১০ গ্রামে ৩৪০ টাকা। আর এর ভিত্তিতে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০০ টাকা।
সোনার পাশাপাশি রুপোর দামেও এদিন পুড়ছে হাত। ১০০ গ্রাম রুপোর দাম বেড়েছে ৬০ টাকা। এর নিরিখে ১ কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৬০০ টাকা। শুক্রবার ১ কেজি রুপোর বাটের নতুন দাম ৭৩ হাজার ৪০০ টাকা।