মধ্যবিত্তদের কপালে হাত, কিছুতেই স্বস্তি দিচ্ছে না সোনার দাম। শুক্রবার খানিক দাম কমেছিল সোনার, কিন্তু শনিবার থেকে সেই দাম ফের ঊর্ধ্বমুখী। সপ্তাহ শেষে রবিবারেও বাড়ল হলুদ ধাতুর দর। শনিবারের থেকে রবিবার ২২ ক্যারেট ১ গ্রাম হলুদ ধাতুর দাম বেড়েছে ২০ টাকা। যারা নিরিখে রবিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,২৬০ টাকা এবং ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম ৫২,৪০০ টাকা অর্থাৎ এক্ষেত্রে দাম বেড়েছে ২০০ টাকা।
Rajarhat Death: বার ডান্সারের ঝুলন্ত দেহ উদ্ধার, পুলিশের নজরে যুবতীর লিভইন পার্টনার
অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম বেড়েছে ২২ টাকা। রবিবার ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫,৭১৬ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার আজকের দর ৫৭,১৬০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে দাম বেড়েছে ২২০ টাকা। রুপোর দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে।