সপ্তাহের প্রথমে স্বস্তি। সোমবার অপরিবর্তিতই রইল সোনার দাম। সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫,১৮৫ টাকা। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫১,৮৫০ টাকা।
তবে সোনার দামে স্বস্তি হলেও দাম বেড়েছে রুপোর। সোমবার ১গ্রাম রুপোর দাম যাচ্ছে ৬৭ টাকা। এক্ষেত্রে গতকালের থেকে দাম বেড়েছে সামান্য। কেজিতে দাম বেড়েছে ১০০ টাকা। সোমবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৬৭০০ টাকা। মার্চের শুরু থেকেই মহার্ঘ্য সোনা। পর পর প্রায় চার দিন দাম বেড়েছে সোনার। এর মধ্যেই সপ্তাহের শুরুতে সোনার দর অপরিবর্তিত থাকায় সাময়িক স্বস্তিতে মধ্যবিত্ত।