সপ্তাহ শেষে মুখে হাসি ক্রেতাদের। শনিবার বাজার খুলতেই দাম পড়ল সোনার। এদিন কমেছে রুপোর বাজার দরও।
কলকাতার বাজার দর অনুযায়ী, ৩ জুন, শনিবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৭০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৭৭০ টাকা। স্বস্তি দিয়েছে রুপোর দামও। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
নতুন দাম অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর কমে হয়েছে ৫ হাজার ৫৩০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫৫ হাজার ৩০০ টাকা।
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে হয়েছে ৬ হাজার ৩৩ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৬০ হাজার ৩৩০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৭৩ হাজার টাকা।