সপ্তাহের প্রথম দিনে সোনার দাম কমায় স্বস্তি পেয়েছিল ক্রেতারা, কিন্তু সেই স্বস্তি মাত্র একদিনই স্থায়ী হল। মঙ্গলবার বাজার খুলতেই ফের দাম চড়ল সোনার (Gold Price Today)। ১০ গ্রাম ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল যথাক্রমে ২০০ এবং ২২০ টাকা। সেই সঙ্গে দাম বাড়ল রুপোরও। ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বেড়েছে ১০০ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,০০০ টাকা
Amazon Lay off: অ্যামাজনে ফের কর্মী ছাঁটাই! আগামী কয়েক সপ্তাহে কাজ হারাবেন ৯ হাজারের বেশি কর্মী
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০০,০০০ টাকা
রুপোর বাটের দাম : ৭২,১০০ টাকা/ কেজি