সপ্তাহের শুরুতেই দাম বাড়ল সোনা ও রুপোর (Gold-Silver Price Today)। এদিন বাজার খুলতেই মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ । রবিবারের তুলনায় এদিন অনেকটাই দাম বেড়েছে ২২ ও ২৪ ক্যারেট সোনার ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) বেড়েছে ২৫০ টাকা । নতুন দাম হয়েছে ৫৭, ৩৫০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম ২৭০ টাকা বেড়ে হয়েছে প্রায় ৬২,৫৬০ টাকা ।
১ গ্রাম ও ১০০ গ্রাম সোনার দাম একনজরে
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৭৩৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৭৩,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬,২৫৬ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,২৫, ৬০০ টাকা
রুপোর দামও সোমবার অনেকটাই বেড়েছে । এদিন, এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ১,৩০০ টাকা । রুপোর দাম বর্তমানে হয়েছে ৭৭,৫০০ টাকা ।