সপ্তাহ শেষে স্বস্তি। পরপর তিনদিন সস্তা হওয়ার পর রবিবার অপরিবর্তিত রইল সোনার বাজার দর। এদিন বাড়েনি রুপোর দামও।
বাজারদর অনুযায়ী, রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে, ৫৫ হাজার ৫৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৬০,৬০০ টাকা।
সোনার দাম আয়ত্তে থাকলেও শনিবার দাম বেড়েছিল রুপোর। তবে, রবিবার একই রয়েছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩ হাজার টাকা।