বুধবার বাজার খুলতেই স্বস্তি, দাম কমল সোনার (Gold and Silver price)। এদিন ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম ৩০০ টাকা কমে ৫৫,১০০ টাকা। একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা ৩৩০ টাকা কমে ৬০,১১০ টাকা ।
বুধবারে সোনা রুপোর দাম কত (What is the price of gold and silver today 18 July 2023?)
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫১০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৫১,০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬০১১ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০১১,০০ টাকা
রুপোর দামেও মঙ্গল বার্তা । ১ কেজি রুপোর বাটের দাম ৭০০ টাকা কমে হয়েছে ৭৭,৩০০ টাকা।