ফের সোনার দাম বাড়ল। বুধবার থেকে সামান্য বাড়ল সোনার দাম। বৃহস্পতিবার ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে। কলকাতায় পাকা সোনার দামেও বদল এসেছে।
বৃহস্পতিবার ২২ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৫ হাজার ৭৫৫ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ৫৭,৫৫০ টাকা। ৮ গ্রামের দাম ৪৬,০৪০ টাকা। বুধবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৭,৪৫০ টাকা। বৃহস্পতিবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৬২,৭৮০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপোর দাম কমেছে অনেকটাই। বুধবার ১ কেজি সোনার দাম ছিল ৭৮ হাজার ২০০ টাকা। বৃহস্পতিবার ওই দাম হয়েছে ৭৭ হাজার ২০০ টাকা।