চলছে বিয়ের মরশুম। তারই মধ্যে বাড়ল সোনার দাম। মঙ্গলবারের তুলনায় বুধবার প্রতি গ্রামে ৪৫ টাকা করে গহনা সোনার দাম বাড়ল।
এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ৪৫০ টাকা। এর জেরে, এই পরিমাণ সোনার নতুন দাম ৬৬,৬০০ টাকা। এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দামও বেড়েছে ৪৯০ টাকা। অর্থাৎ বুধবার ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৭২,৬৫০ টাকা।
Read More- শেষ হল লোকসভার প্রথম দফার ভোট,এই লোকসভা নির্বাচনে মোট খরচ হতে পারে জানেন?
কেজিতে একলাফে একশো টাকা কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৮২,৯০০ টাকা।