পর পর দু'দিন দাম বাড়ার পর সাময়িক স্বস্তি সোনার বাজার দরে। লক্ষ্মীবারে কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনা-রুপোর বাজার দর। বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। ফলে সোনার দাম অপরিবর্তিত হওয়ায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।
লক্ষ্মীবারের বাজার দর অনুযায়ী,
২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দর : ৫,৫৯৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দর : ৫৫,৯৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনার ১০০ গ্রামের দর : ৫,৫৯,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দর : ৬,১০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দর : ৬১,০৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা ১০০ গ্রামের দর : ৬,১০,৪০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৫০০ টাকা