শুক্রবারের পর শনিবারও অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price)। শনিবার কলকাতার বাজার দরে কোনও হেরফের নেই সোনার দরে।
শুক্রবারে মতোই এদিনও ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫৪,১০০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার অপরিবর্তিত দাম যাচ্ছে ৫৯.০২০ টাকা।
আরও পড়ুন - শুক্রবার অপরিবর্তিত সোনার দাম , কিন্তু লাফিয়ে বাড়ল রুপোর দর
শুক্রবার বাড়লেও শনিবার স্বস্তি দিচ্ছে রুপোর দরও (Silver Price)। অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩,৫০০ টাকা।