রবিবারে স্বস্তি। সপ্তাহের শেষে বাজার খুলতেই অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price)। বাড়েনি রুপোর (Silver Price) বাটের দামও।
রবিবার ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম রয়েছে ৫,১৮৫ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫১,৮৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার (Gold) অপরিবর্তিত দাম ৫,৬৫৫ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৫৫০ টাকা। ১ কেজি রুপোর (Silver) বাটের দাম ৬৬ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন - গত ১২ বছরের মধ্যে ভারতের পরিষেবা ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধি, জানাচ্ছে রিপোর্ট
মার্চের শুরু থেকেই মহার্ঘ্য সোনা। পর পর প্রায় চার দিন দাম বেড়েছে সোনার। এর মধ্যেই সপ্তাহের শেষ দিনে সোনা-রুপোর দর অপরিবর্তিত থাকায় সাময়িক স্বস্তিতে মধ্যবিত্ত।