রবিবারেও ক্রেতাদের মুখে স্বস্তির হাসি। শুক্র এবং শনি পরপর দু'দিন দাম কমার পর সপ্তাহের শেষ দিনে অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price)। অপরিবর্তিত রয়েছে রুপোর (Silver) বাজার দরও।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি, রবিবার , ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫ হাজার ২৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ৪০০ টাকা।
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭১৬ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ১৬০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭১ হাজার ২০০ টাকা।
আরও পড়ুন- ১৬ হাজার কোটির শেয়ার কিনে ভিআই টেলিকম সংস্থাকে স্বস্তি কেন্দ্রের
বিয়ের মরশুমের শুরু থেকে প্রায় রোজই বেড়েছে সোনার দাম। তবে, সপ্তাহের শেষে পরপর দু'দিন সোনার বাজার দর কমে যাওয়ায় বিয়ের মরশুমে মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।