বুধবার, ১০ জুলাই কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনার দাম। স্বস্তি দিচ্ছে রুপোর দামও।
পরপর দু'দিন সোনার দাম কমার পর সপ্তাহের তৃতীয় দিনে ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার অপরিবর্তিত দাম ৬৭,১০০ টাকা। এদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার অপরিবর্তিত দাম ৭৩,২০০ টাকা।
মঙ্গলবার দাম কমার পর বুধবার অপরিবর্তিত রইল রুপোর বাজার দরও। এদিন কলকাতার বাজারে কেজি প্রতি রুপোর দর ৯৪ হাজার ৫০০ টাকা।