সপ্তাহের প্রথম দিনেই স্বস্তি। রবিবারের পর সোমবারও কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনার দর। তবে, অস্বস্তি বাড়াচ্ছে কলকাতার রুপোর দর।
সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট গয়না সোনার অপরিবর্তিত দাম যাচ্ছে ৬৬,২৫০ টাকা | অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৭২,২৮০ টাকা |
টানা চার দিন অপরিবর্তিত থাকার পর সপ্তাহের প্রথম দিন দাম বাড়ল রুপোর। এদিন কলকাতার বাজারে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা। ফলে, সোমবারের বাজারে ১ কেজি রুপোর নতুন দাম যাচ্ছে ৯০ হাজার ২০০ টাকা।