সপ্তাহের দ্বিতীয় দিনে অপরিবর্তিত সোনার দাম (Gold Price)। সোমবার দাম কমার পর মঙ্গলবার কলকাতার বাজারে (Kolkata Market) অপরিবর্তিত রইল হলুদ ধাতুর দাম। কমেছে রুপোর (Silver Price) বাজার দর। মঙ্গলবার কেজি প্রতি রুপোর বাটের দাম কমেছে ২০০ টাকা।
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪ হাজার ৯৬০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯ হাজার ৬০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৪১১ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪ হাজার ১১০ টাকা। ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ৬৯ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন- নিজের ডাকা ভোটে হারলেন এলন মাস্ক, টুইটারের দায়িত্ব থেকে অব্যাহতি? শুরু জল্পনা
আন্তর্জাতিক বাজারে মহার্ঘ্য সোনা। বিয়ের মরশুমে প্রায় রোজই বেড়েছে সোনার দাম। যার প্রভাব পড়েছে কলকাতার বাজারে। পৌষের শুরুতেও দাম বেড়েছিল সোনার। কিন্তু গত কয়েকদিনে প্রায়ই কমছে সোনার দাম। ফলে বাজারে সস্তা হচ্ছে হলুদ ধাতু।