ফের অস্বস্তি। শুক্রবার দাম বাড়ল সোনার। গত কয়েকদিন ধরে সোনার দাম কমলেও এদিন সকালে কলকাতার বাজারে ফের মহার্ঘ্য সোনা। তবে, নিয়ন্ত্রণে রয়েছে রুপোর বাজার দর।
কত হল সোনা-রুপোর নতুন দর জেনে নিন
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৪০০ টাকা। ফলে নতুন দর হয়েছে, ৬৬ হাজার ১৫০ টাকা। এদিন ২৪ ক্যারেট সোনার দর বেড়েছে ৪৩০ টাকা। ফলে, পাকা সোনার নতুন দর ৭২ হাজার ১৬০ টাকা।
অন্যদিকে, নিয়ন্ত্রণে রয়েছে রুপোর দাম। শুক্রবার এক কেজি রুপোর বাটের অপরিবর্তিত দাম যাচ্ছে ৯০ হাজার টাকা ।