বুধবার চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম । কিন্তু লক্ষ্মীবারের বাজার খুলতেই মিলল স্বস্তির খবর । বৃহস্পতিবার লাফিয়ে দাম কমেছে সোনার । অন্যদিকে, রুপোর দাম রয়েছে অপরিবর্তিত । এদিন, ১৮ ক্যারেট, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে কলকাতায় জেনে নিন ।
১৮ ক্যারেট ১০ গ্রামের দাম কমেছে ৫০০ টাকা । কলকাতায় এদিন নতুন দাম হয়েছে ৪৭,০৪০টাকা । ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম কমেছে যথাক্রমে ৬০০ টাকা ও ৬৫০ টাকা । এদিন, তা কলকাতায় বিক্রি হচ্ছে যথাক্রমে ৫৭,৫০০ টাকা ও ৬২,৭৩০ টাকা ।
সোনার পাশাপাশি স্বস্তি মিলেছে রুপোতেও । এদিন রুপোর দামে কোনও নড়চড় নেই। বুধবারের মতোই বৃহস্পতিবারও ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৯, ২০০ টাকা।