সপ্তাহের দ্বিতীয় দিনেই ক্রেতাদের মুখে হাসি। রবিবার কলকাতার বাজারে সোনার দর অপরিবর্তিত থাকার পর সোমবার বেশ কিছুটা সস্তা হল সোনা। তবে, সোনা সস্তা হলেও সপ্তাহের প্রথম দিন থেকেই ফের অস্বস্তি বাড়াচ্ছে রুপোর দর।
সোমবার ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম কমেছে ২০০ টাকা। ফলে এই পরিমাণ সোনার নতুন দর হয়েছে ৬৭ হাজার ৪৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর কমেছে ২২০ টাকা। ফলে এই সোনার নতুন দর হয়েছে ৭৩ হাজার ৫৮০ টাকা।
অন্যদিকে, ফের বেড়েছে রুপোর দাম। সপ্তাহের প্রথম দিন কেজি প্রতি রুপোর দর বেড়েছে ২০০ টাকা। ফলে ১ কেজি রুপোর নতুন দাম হয়েছে ৯৫ হাজার টাকা।