রবিবার অপরিবর্তিত সোনার দাম। এদিন আর নড়চড় নেই দামে। রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে, শনিবারের মতোই ৬৫ হাজার ৭০০ টাকা ।
অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দামও রয়েছে অপরিবর্তিত। এর নিরিখে রবিবার এই পরিমাণ সোনার দাম যাচ্ছে ৭১,৬৭০ টাকা ।
রবিবার অপরিবর্তিত রুপোর দামও। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯১,৫০০ টাকা।