শুক্রবার লাফিয়ে বেড়েছিল সোনার দাম| শনিবার সাময়িক স্বস্তি| যেমন দাম বেড়েছিল, তেমনই এবার কমল |
এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ৮০০ টাকা | এদিন এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬৬,৩৫০ টাকা |
এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দামও কমেছে ৮৭০ টাকা | এর ভিত্তিতেই এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে, ৭২,৩৮০ টাকা |
একলাফে কেজিতে ২০০০ টাকা কমেছে রুপোর দাম | এর নিরিখে ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯২,০০০ টাকা |