লাগাম ছাড়া হারে বাড়ছে সোনার দাম৷ মধ্যবিত্তদের কপালে ভাঁজ। সোমবারের পর মঙ্গলবারেও বাড়ল সোনার দাম। মঙ্গলবার ১ গ্রাম হলমার্ক সোনার দাম বেড়েছে ৭০ টাকা এবং ১০ গ্রামের দাম বেড়েছে ৭০০ টাকা। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম ৫৩,১৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছে ৭৪০ টাকা। মঙ্গলবার দাম বেড়ে ২৪ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৫৭,৯৮০ টাকা।
Bubble Bob Hair Cut: গরমে চুল ছোট করবেন ভাবছেন? ট্রাই করুন ট্রেন্ডিং 'বাবল বব' হেয়ার কাট
১০ তারিখ থেকে এই নিয়ে পর পর ৫ দিন বাড়ল সোনার দাম৷ কেজিতে প্রায় আড়াই হাজার টাকা বেড়েছে রুপোর দাম। মঙ্গলবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৬৮,৫০০ টাকা।