সপ্তাহ শেষে খানিক স্বস্তি। রবিবার অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price)। গত কয়েকদিন ধরেই সোনার দাম উর্ধ্বমুখী৷ কিন্তু রবিবারের বাজারে আর বাড়েনি সোনার দাম। গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, রবিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,২২০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫২,২০০ টাকা।
এদিন অপরিবর্তিত রয়েছে ২৪ ক্যারেট সোনার দাম ও৷ রবিবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,৬৯৫ টাকা৷ একইভাবে ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম যাচ্ছে ৫৬,৯৫০ টাকা৷ রুপোর দামও (Silver Rate) বাড়া কমা করেনি। কলকাতার বাজারে রবিবার ১ কেজি রুপোর বাটের দাম ৬৮,৬০০ টাকা।