নতুন মাস পড়তেই সোনার দামে হাত পুড়ছে মধ্যবিত্তের। মার্চের প্রথম দিনেই বুধবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price Hike) বেড়েছে ১৫০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক গহনার সোনার ১ গ্রামের আজকের দর (Gold Rate) যাচ্ছে ৫,১৬০ টাকা এবং ১০ গ্রামের দাম যাচ্ছে ৫১,৬০০ টাকা।
Holi Organic Colors: 'রঙ যেন মোর মর্মে লাগে...',বাজার চলতি রাসায়নিকে নয় এই দোল রঙিন হোক ভেষজ রঙে
অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৬২৯ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে ১৭০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,২২৯ টাকা। দীর্ঘদিন স্বস্তি মিললেও মাসের শুরুতেই সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দামও। ১ কেজি রুপোর বাটের দাম (Silver Rate) ৬৭,০০০ টাকা, যা আগের দিনের থেকে ২০০ টাকা বেড়েছে।