পয়লা বৈশাখ থেকেই সোনার দাম খানিক আয়ত্তে এসেছিল। অক্ষয় তৃতীয়ায় ফের মিলেছিল স্বস্তি। এবার সপ্তাহের শেষ দিনেও মধ্যবিত্তের মুখে ফুটল হাসি। রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে আরও ৩০০ টাকা। যার নিরিখে ২২ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম যাচ্ছে ৫৫,৭৫০ টাকা, এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দামও কমেছে ৩৩০ টাকা। এর ভিত্তিতে এই পরিমাণ সোনার নতুন দাম ৬০,৮২০ টাকা।
Eid-Semai Recipe: রমজান শেষে চাঁদরাত, আজ খুশির ইদ, দাওয়াতে পাতে থাক সুস্বাদু সেমাই
১ কেজি রুপোর বাটের দাম কমেছে ৭০০ টাকা। ১ কেজি রুপোর বাটের নতুন দান ৭৬,৯০০ টাকা।