ফেব্রুয়ারির শেষে সোনার দাম (Gold Price Hike) বেশ খানিকটা কমলেও, মার্চ পড়তেই বাড়তে শুরু করেছে সোনার দাম। বুধের পর বৃহস্পতিবারেও দাম বাড়ল সোনার। তবে লক্ষ্মীবারে দাম কমেছে রুপোর (Silver Price Dropped)। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ১৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। এদিকে রুপোর বাটের দাম কমেছে কেজিতে ৫০০ টাকা৷
Naushad Siddique: ৪০ দিন জেলে থাকার পর মুক্তি, জামিন পেলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি
লক্ষ্মীবারে ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম ৫,১৭৫ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫১,৭৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৬৪৫ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৪৫০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম ৬৬,৫০০ টাকা। এই নিয়ে পর পর তিন দিন দাম বাড়ল সোনার।