শুক্রবার ফের আগুন সোনার দাম| সপ্তাহের শেষ দিকে আবার লাফিয়ে বাড়ল দাম| এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গহনার সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা| এদিন এই পরিমাণ সোনার দাম যাচ্ছে ৬৭,১৫০ টাকা|
এদিকে 24 ক্যারেট পাকা সোনার দামও পাকা সোনার দামও বেড়েছে 810 টাকা, অর্থাৎ এই পরিমাণ সোনার দাম যাচ্ছে ৭৩,২৫০ টাকা |
কেজিতে ১৫০০ টাকা বেড়েছে রুপোর দাম, এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯৪,০০০ টাকা |